পাখি-জোনাকি
তারেক বিন ইকরাম
স্বাগত! আলোক সেনা, জাগো কুপ তাড়ি;
মধ্যার্ণ ফুরায়- বারা থাকে তবু নাকি?
দানা-পানি নাও, দিয়ে গোধূলীরে পাড়ি-
দিবা শেষে এল নিয়ে, রজনী জোনাকি।
অন্ধময়ী পথ পাড়ি- দিতে পারে সেকি?
উপকারী আত্মবোধে, দিল হাত বাড়ি।
ক্ষণিক কাটিল, হেরা-লীলা মত মেকি;
শলোক জাগিল, ভূলি ছোট্ট আলোক ঝুড়ি।
রবি-আলো সঞ্চালনে, পড়ে তোরে মনে;
কৃষ্ণ-ভেরী সমাগনে, নেই আর বাঁকি।
হে অভাগী! পেতে মোরে-নত রেখ উঁকি।
যা ফিরে সমীর বেগে, কাটা দিন গুনে-
আলিঙ্গন হবে পরে-অবনব কালে;
থাকিবেনা ভিজে তরু, তোর আঁখি জলে।
No comments:
Post a Comment