স্বাভাবিক ভাবেই একজন পুরুষের প্রতি একজন নারীর এবং একজন নারীর প্রতি একজন পুরুষের আসক্তি থাকবেই যদি কিছু ভালো লাগার কিছু দিক থেকে থাকে সেটা বলা বাহল্য। তদুপুরি সে চাই তার ভালোলাগার সে মানুষটি তার একান্ত সান্নিধ্যে পেতে যা তার মনের অভিলাষ হয়ে উঠে কিন্ত প্রকৃতিগত এই চাওয়া পাওয় হতে হবে একটি সুশৃংখল এবং কাল,স্হান এবং পাত্রভেদে নতুবা মহান সৃষ্টিকর্তার চিরন্তন ব্যবস্থায় দেখা দিবে এক অনাকাক্ষিত অবস্থা। তাই এই আমর ক্ষুদ্র প্রয়াস............
ভাবিনি কখনো!!!!
তারেক বিন ইকরাম
ভাবিনি কখনো! অন্তরে- তোমারি শম হিলা!
বুঝিনি তখনো! অপরূপ-দামি সাঁজে;
ছড়িয়ে-সুবাস, নখে-রিং,জড়িয়ে সাদা;
না বুঝে তা, চিবিয়েছি মশি শুধু দাঁতে।
দেখিতে স্বজন, তোমারি অসুখ পিতা;
এসেছিল জ্ঞাতক, তাদের যাত্রী দলে;
জানলাম! বুঝে তোমাদেরি আখি ভাঁষা।
ঋজু তার চাহনি, মম আস্তিন পানে।
মানি আমি; থাকে আশেক-মাশুকে টান।
তাই বলে! ভেসে যাবো গড্ডালিকা ভিড়ে?
করি আহবান! ফিরে এসো আলো তীরে,
মেনে নাও; স্রষ্টার যা শ্বাশ্বত বিধান।
বুঝে নাও কর্ম তোমার, অলীক ছাড়ি-
হয়ে ওঠো জাগ্রত-আলোকবর্তী নারী।
No comments:
Post a Comment