Sunday 3 July 2011

a kemon Valo laga , another (Rupok) sonnet kobita


এ কেমন ভালো লাগা ?????
খুব সকাল বেলা! যখন আলো-আধারের মাখামাখি! তখনও শিশির ঝড়ছে! চার দিকে একে বারে কোলাহল বিহীন পরিবেশ! হঠা দু‌‌‌‌‍’প্রান্তে খুব মৃদু স্বরের কিচির-মিচির শব্দ!!!তা আর কিছূই না- ডালিম গাছের নিচে কেবল মাত্র দু’টি কবুতর শাবকের আলিঙ্গন.....................এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাদের জীবনে ঘটে যাওয়া এক হৃদয -বিদারক ইতি টানার করুণ কাহিনী!!! (এটি একটি রুপক (সনেট) কবিতা যার বাস্তবতা হযতো কারো-করো জীবেন ঘটে থাকতে পারে বা ঘটবে অদুর ভবিষ্যতে আর এটা খুবই স্বাভাবিক!!!)
এ কেমন ভালো লাগা ?????
তারেক বিন ইকরাম।
নীড় ছেড়ে বেরিয়ে,পহেলা দেখা হলো-
এ অচেনা কপোত-কপোতি শাবকের ।
সন্ধিকালে আপন করে সদা মাতালো-
ঘুরে-ফিরে, নেচে-গেয়ে এ মাঠ প্রান্তর ।

কেমনে জানাবে? তারে যে লাগে ভালো!
মনের বাসনা হলো-পূর্ন; সেই বার !
যবে সঁপে-সখারে পূষ্প-পাপড়ি গুলো ।
গেল ফিরে বোকা? জিইয়ে প্রেম-অঙ্কুর!

পেল যে ফারাকে- হতে দক্ষ দিব্য জ্ঞানে;
তবু ভুলেনি! থেকে দুরে সে অভিমানি ;
পরিবে না মালা, হউক তা যত দামি!
শুনে এ বানী; প্রশান্তি বহে সখা মনে ।

কেন এ বজ্র-পাত? কেটে গেল যে তানি!
কপোত কে ছেড়ে? দিবে সে প্রবাস পাড়ি!!


No comments:

Post a Comment