Thursday, 7 July 2011

Ghumer manush an exceptional Sonnet poem .

ওহে শত কাজে ব্যস্ত জন, ভাই-বোনরা ! কখনও কি লুটিয়েছো এ মজা, যাতে তুমিই প্রজা আবার তুমিই সকল কিছুর রাজা!   করেছো কি পরখ?- কাটিয়ে সকাল-দুপুর-রাত্রি এ সুখের ঘুমে...
ঘুমের মানুষ
তারেক বিন ইকরাম
ছাড়ো! ছাড়ো!! এত রাত -অ্যাহ! এগারটা?

বিছাও  কাঁথা, ওহরে গরম! চালিয়ে-

ভূতের পাখা; ভরাবো এখন মনটা ।

আরে ভাই ঘুমাবো ! যা না রে ঘরে ফিরে।



ভালো কি লাগে? উঠে এত বিহান বেলা-

আট-নয়টা!তাতে কি? ডুবে আছি ঘুমে;

দুপুরের খাওয়া শেষে- চোখে একি নেশা?

দিতে হবে পাড়ি, দিবা-সুখের এ রাজ্যে।



রাত্রি-সকাল-দুপুর কিংবা এ বিকাল!

যদি ভাই জুটে, একটু-আকটু ফাঁকা,

বলতো মন! না ঘুমিয়ে যায় কি থাকা?

কিভাবে বুঝবে তারা? থেকে এত ব্যস্ত!

একাজ-সেকাজে, খাটিয়ে ছোট্ট এ মাখা!

দেখো না ঘুমিয়ে- এ ঘুমে, কত যে মজা!

No comments:

Post a Comment