Monday 27 June 2011

jare volobasi (sonet)


সকল মানুষ ভালোবাসার কাঙ্গাল , সে যেই হোক! তার অন্তরে কখনো না কখণো কারো না কারো জন্য সদা কিছু না কিছু অনুভূত হতে থাকে! থাকবে! আর এটাই চিরন্তন। তবে যারা সত্যিকারের হৃদয় লালন করে তারা এমনই কাউ কে তার চলার সহযাত্রী করে নিতে চাই, যে হবে না তার পথ চলার প্রতিবন্ধক কিংবা সন্দেহের উদ্দীপক । সে  হবে কেবলই তার চলার সাথী, সমমনা, একই আদর্শেল ধারক ও বাহক, সহমর্মী, সহ বেদনায় কাতর, সর্বপরি ভালোবাসার অংশীদার এবং ভাব বিনিময়ের অদ্বিতীয় একজনা।আর এমন একজনার উদ্দেশ্যে আমার এই সামান্য প্রয়াস............  
যারে ভালোবাসি!!
তারেক বিন ইকরাম
কে তুমি? বসতি মোর সমগ্র হৃদয় জুড়ে!

ভেবে নাহি পাই! বসিলে কেমনে হায়
শত কতম্বিনিরে স্মৃতি মোচন করে,
নিজেরই অজানাতে করে নিলে ঠাঁয় ।।

জানি কি? কত দরদ! ভরা সেই অন্তরে,
নাকি ছলনা? যত শত ভেবে না পায়!
আসলে সে শুভ্র? সহস্র মনের ভিড়ে,
মম কাতরে মেলিবে শত ভাগ দায় ।।

থাকিবে পথ চাহি, দিয়ে মস্তক দারে
রৌদ্রু দুপুরে!করে কর্ম কে অবহেলা,
সপিঁবে হৃদয় নিংড়ানো প্রেম পেয়ালা!!
স্বাগত জানাবে পুষ্প শোভিত যে নীড়ে,
প্রীত হবো দেখে, সে অবয় জাদু মাখা
সকল ছাঁপি তাই তোমাকে ভালোবাসা !!

No comments:

Post a Comment