Friday, 1 July 2011

sonnet kobita " Vukader Hongkar"


 ভূকাদের হুংকার
 আজ যে দিকে তাকায়! শুধু হত-দরিদ্রের এক অবর্ণনীয় আহাজারি, কালের কাছে তাদের বিফল তদবির কিংবা রুজি-রোজগারে হতাশ- বিহ্বল এক বিশাল জনগোষ্ঠীর এক করুন আর্তনাদ ।অপরদিকে গুটিকয়েক মাণুষ হয়ে উঠছে ধনী থেকে ধূনেকৃবের কেবল মাত্র তথাকথিত বিশ্বায়নের ছোয়ায়! এপেক-ওপেক- জাতি সংঘ –ন্যাটো-বিশ্ব-ব্যাংক,- আই এম এফ এর মত ধোকাবাজি আন্তর্জাতিক সংগঠন গুলোর অপার কৃপায় ।কিন্তু কেন এ বিশাল বিভেদের দেওয়াল তুলে দেওয়া স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্ট জীব, আশরাফুল মাখলুকাত, মানব জাতির মাঝে??????  আজ জাতি সংঘ নামক ঘাতকদের এর সমাবেশ , ন্যাটো নামের বিশ্ব সনত্রাসী জোট যখন-তখন বিনা অজু হাতে যেখানে-সেখানে রক্তের হলি খেলায় মত্ত  হচ্ছে । এপেক-ওপেক সারা দুনিয়ার চালিকা শক্তি,স্রষ্টার অপার নিয়ামত, সকল পেট্রোলিয়াম কে করে তুলেছে বিশ্ব মোড়ল –সন্ত্রাসী (আমেরিকা)এর পুজ্য বস্তুতে । ধিক আরব বিশ্ব! ধিক সকল পা চাটা গোলম কে!!!
বিশ্ব-ব্যাংক, আই এম এফ সহ শত শত সুদী ব্যাংক গুলো অর্থণৈতিক সহায়তার নামে সকল আফ্রিকান, এশিয়ান, আমেরিকান কিংবা খোদ ইউরোপের শত দেশ এর অধিবাসীকে বানাচ্ছে হত-দরিদ্র! তাই এখনই সময় জেগে উঠবার । য়ারা সত্যিকারের হৃদয়ের লালন করে, বিশ্ব মানবতার জন্য যাদের অন্তর এতটুকু নাড়া দেয় তাদের প্রতি ভুকাদের দলে আসার  আহবান । আর সেই সকল কাল সাঁপদের, যারা মানবতাকে করেছে বন্দি, ধরিত্রী কে করেছে বন্দীশালা !!তাদের প্রতি এ ভৃকাদের হংকার........
ভূকাদের হুংকার

তারেক বিন ইকরাম
নন্দিত-না-নিন্দিত! মানব বন্দি দশা ।

হায়েনারা আজ, চুষিছে ধমনি শেষে ।

পুলকিত সব? ধরাশয়ি বিশ্বসভা।

গেড়েছ চিবুনী, শত যত দেশে দেশে!



রুজি নাও কেড়ে? ঝেড়ে দয়ামায়া,

আই এম এফ – বিশ্ব ব্যাংক এর বেশে।

ডিজেল-মবিল-পেট্রোল চাই যে রাখা,

যেভাবে হোক!এপেক-ওপেকের কাছে ।



রক্ত ঝড়াও? বেঁধে এ সংঘ-গ্যাটো-ন্যাটো!

সাবধান! জেগেছে জনতা দলে দলে।

বেঁধেছে জোট! শত বাঁধ-বিভেদ ভূলে ।

ওরে কাল সাঁপ, তাড়াতাড়ি ভাগো!

হিম্মত গজেছে শত তরু-তাজা দিলে ।

বাঁধিবে সূখী এ ধরা! ভূকা-শোকা মিলে ।।

No comments:

Post a Comment