Monday, 27 June 2011

Fera dekhi (sonet)

একটি জাগরন মূলক কবিতা যাতে শত বিভক্ত মুসলিম জাতি কে কেবলমাত্র একটি প্লাটফর্মে এসে তাদের হারানো এতিহ্য উদ্ধারের আহবান করা হয়েছ। সেই একমাত্র প্লাটফর্মটি হতে তওহীদ।।

 
ফিরে দেখি
তারেক বিন ইকরাম
উত্তর থেকে দক্ষিণ মেরু যেথা শুনি!
না বুঝে, দোষীছে সকলে একে-অপরে,
আপন-অহমিকা ভরে, খোদারে ছাড়ি!
ভূলে সে অতীতে, কাফের পাদুকা ধরে।

কার জন্য হারিয়েছে মিম্বার এ জাতি?
ঢুকিলো নেকড়ে-শেয়াল মম এ দারে।
জেনেছো কি কভু? সে ছিল রে পাশা-জ্ঞাতি!
নিংড়ায়ে প্রাণ সম্বল, বসে তোমা ঘাঁরে।

ভেবে দেখ তাই, হবে কে দিলে সহায়?
ফলিতে তোমারি নব জেন্দেগানি লক্ষ্য!
ছাড়ি আজি সব শেরে-ক্বুফল সখ্য  ।।
জালিম কারায় বিঁধিবে তোরে না হয়,
ভাঙ্গিবে-পাঁজর, ফাড়িবে রে প্রিয় বক্ষ্য;
বুনে যা রে তবু তওহীদি চির ঐক্য ।।

No comments:

Post a Comment