গ্লানি
এ কবিতাটির রয়েছে একটি কালজয়ী পটভূমি যা আমাকে সদা নাড়া দিতে থাকে।যিনি এখানে আলোচিত তিনি আমার অতি শ্রদ্ধেয় এক গুরুজন।তাই তা প্রকাশ করতে পারলমা না, থাক না!!তা না হয় হলো জানা, কেবল মাত্র আমার হৃদয়ের কিছু বন্দনা হউক শোনা ..............
গ্লানি
তারেক বিন ইকরাম
বিকিয়ে গোধূলী ? প্রকৃতি রে ব্যঙ্গ করে,
অসুখ-বিসুখ?তা সব পিছনে দিয়ে ফেলি,
নানা ব্যস্ততা,শত দায়িত্ব নিয়ে ঘাড়ে;
দাঁড়িযে গাদা-গাদি, জল-কাদা দিয়ে পাড়ি ।
এটা-সেটা কত কি? জানিয়ে অবুঝরে,
ঠিক-বেঠিক যাই হউক, হয়ে রাজি।
নেয় শুনে, শত উপদেশ গুরুজনে;
মনঃপত না হলে, সঙ্গ-গোপনে আঁড়ি!
কি হাস্যকর!আকাশ-পাতাল,সুমেরু
ধবলে ঢাকা কুমেরু, তাও জানা নাকি!
সাবাশ!! হতেই হবে- সর্ব জ্ঞানাধারানি।
এ অজ্ঞের হয়তো বা জানা আছে কিছু,
স্বাগত! তোমা প্রদত্ত!স-শ্রদ্ধ এ গ্লানি!
জানাই সালাম! উহ! কত যে ধন্য এ আমি।
No comments:
Post a Comment